ধর্মনগর, ২ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগর থানাধীন আলগাপুর গ্রাম পঞ্চায়েতের ১ ও ২ নম্বর ওয়ার্ড সংলগ্ন এলাকায় সদ্য বসানো একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে আকস্মিকভাবে আগুন লাগে যায়। ওই ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির ফলেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাঁদের বক্তব্য, সঠিক পরীক্ষানিরীক্ষা ছাড়াই তড়িঘড়ি করে ট্রান্সফরমার বসানো হয়েছে। মাত্র ক’দিন আগেই বসানো ওই ট্রান্সফরমারে কীভাবে আগুন লাগল, তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠছে। ঘটনার সময় স্থানীয়রা বিদ্যুৎ ও অগ্নিনির্বাপক দপ্তরে ফোনে যোগাযোগের চেষ্টা করেন। কিন্তু অভিযোগ, উভয় দপ্তরের তরফ থেকে কোনো সাড়া মেলেনি। পরবর্তী সময়ে তারা আগরতলার জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানালে সাড়া মেলে এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।
ঘটনাস্থলে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বললে জানা যায়, পর্যাপ্ত জনবলের অভাবে তারা সঠিকভাবে কাজ চালাতে পারছেন না। বিদ্যুৎ দপ্তরের এক কর্মী জানান, দপ্তরে জরুরি ফোন ধরার জন্য পর্যাপ্ত লোকবল নেই। অগ্নিনির্বাপক দপ্তরের এক আধিকারিক জানান, “ধর্মনগর দপ্তরে দীর্ঘদিন ধরে জনবল সংকট রয়েছে। এছাড়াও বিএসএনএল নেটওয়ার্কজনিত সমস্যার কারণে ফোন কল স্পষ্ট শোনা যায় না।
এই ঘটনার জেরে এলাকাবাসীদের মধ্যে প্রবল ক্ষোভের সঞ্চার হয়েছে। স্থানীয়দের বক্তব্য, বিদ্যুৎ ও অগ্নিনির্বাপক দপ্তরের মত গুরুত্বপূর্ণ পরিষেবা যদি এমন বেহাল অবস্থায় চলে, তাহলে সামনে বড়সড় বিপদের আশঙ্কা থেকেই যায়। তাদের দাবি, প্রতিটি ট্রান্সফরমার বসানোর আগে যেন যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং জরুরি পরিষেবায় যেন পর্যাপ্ত কর্মী ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।

