আগরতলা, ১ জুলাই : ছোট সুরমার আশিস দাস হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবিতে পুলিশের মহাপরিচালককে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। ঘটনার তদন্তের স্বার্থে একজন আইপিএস অফিসারের নেতৃত্বে একটি এসআইটি গঠন করার আবেদন করেছেন তিনি।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা ধলাই ত্রিপুরার ছোট সুরমার আশীষ দাসের চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, আশীষ দাসকে ২০২৫ সালের ১৭ জুন খুন করা হয় এবং তার মৃতদেহ সৌভিক দাসের মালিকানাধীন একটি ইটভাটার কাছে পাওয়া যায়।
তিনি লেখেন, “গতকাল আমি মৃত আশীষ দাসের বাড়িতে গিয়েছিলাম এবং তার বাবা চিত্তরঞ্জন দাস এবং মা আঙ্গুর বালা দাস সহ স্থানীয় অনেক মানুষের সাথে দেখা করেছিলাম। মৃত দাসের শোকাহত বাবা-মা এবং স্থানীয় মানুষ মনে করেন যে কিছু রাজনৈতিকভাবে প্রভাবশালী ভূমি মাফিয়া এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। মৃত ব্যক্তির বাবা-মা এবং স্থানীয় মানুষ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মৃতের অসহায় পরিবারের প্রতি ন্যায়বিচার দাবি করেছেন। স্থানীয় বিধায়কের স্বামী খুনিদের সাথে হাত মেলাচ্ছেন বলেও অভিযোগ উঠেছে।
উপরোক্ত বিষয়গুলির পরিপ্রেক্ষিতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস একজন সিনিয়র আই.পি.এস অফিসারের নেতৃত্বে এস.আই.টি. গঠন করে উক্ত হত্যা মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

