আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁস, রাজস্থানের বারমেরে উদ্ধার ৬০ কেজি হেরোইন

চণ্ডীগড়, ১ জুলাই : আন্তর্জাতিক মাদক পাচারের বিরুদ্ধে এক বড়সড় অভিযানে পাঞ্জাবের অমৃতসর কমিশনারেট পুলিশ, সীমান্ত সুরক্ষা বাহিনী এবং রাজস্থান পুলিশ যৌথভাবে পাকিস্তান-ভিত্তিক পাচারকারী তানভীর শাহ এবং কানাডা-ভিত্তিক হ্যান্ডলার জোবন কালারের নেতৃত্বে পরিচালিত একটি আন্তর্জাতিক মাদক চক্রের পর্দাফাঁস করেছে। সাংবাদিক বৈঠকে পাঞ্জাবের পুলিশ মহাপরিচালক গৌরব যাদব এই তথ্য জানিয়েছেন।

তিনি জানান, রাজস্থানের বারমের জেলার আন্তর্জাতিক সীমান্তের কাছে ৬০.৩০২ কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। এই অভিযানে পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে অন্তত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে মাদক পাচারকারী, ডিলার এবং হাওয়ালা লেনদেনকারী রয়েছেন। ধৃতদের নাম গগনদীপ সিং (২৩), জশনপ্রীত সিং (২০), গুরসাহিব সিং (২৫), রাজীব পাঞ্জগোত্র (২৯), সোমনাথ (৬২), প্রশোতম সিং (৫০), কুলবিন্দর সিং (২৪), রাজিন্দর কউর (৪২) এবং এক হাওয়ালা অপারেটর।

ডিজিপি গৌরব যাদবের বক্তব্য, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে পাকিস্তান-ভিত্তিক তানভীর শাহ এবং কানাডা-ভিত্তিক জোবন কালার এই চক্রটি চালাচ্ছিলেন। তাঁদের হয়ে ভারতে নেটওয়ার্ক পরিচালনা করত গোইন্দওয়াল সাহিব জেলে বন্দি গুরসাহিব সিং। জেল থেকেই সে পুরো চক্রটি চালাচ্ছিল। তদন্তে তার মোবাইল ফোন উদ্ধার করেছে জেল কর্তৃপক্ষ। কানাডা ও পাকিস্তানের সংযোগ খতিয়ে দেখার জন্য তার বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয়েছে।

অমৃতসর পুলিশের কমিশনার গুরপ্রীত সিং ভুল্লার জানান, গত মাসে চেহারতা এলাকা থেকে গুরসাহিব সিং এক কেজি হেরোইনসহ গ্রেফতার হয়। জেলে থেকেও সে তার ভাইপো জশনপ্রীত সিং এবং সঙ্গী গগনদীপ সিং-এর মাধ্যমে কার্যক্রম চালাচ্ছিল। এই দু’জনকে ১০২ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ থেকেই রাজস্থানের বারমেরে বিশাল ৬০ কেজির চালানের হদিস মেলে।

সাথে তিনি যোগ করেন, তদন্তে হাওয়ালা চক্রেরও হদিস পাওয়া গেছে। ঐ চক্রের মাধ্যমে মাদক পাচারের অর্থ লেনদেনে ব্যবহৃত হত। ধৃত হাওয়ালা অপারেটর এই অর্থচক্রে যুক্ত ছিল বলে জানা গেছে। তদন্তে আরও প্রকাশ পেয়েছে যে পাকিস্তান সীমান্ত পেরিয়ে রাজস্থান হয়ে এই মাদক পাঞ্জাবে পাচার হত এবং সেখান থেকে স্থানীয় নেটওয়ার্কের মাধ্যমে ছড়িয়ে পড়ত।

পুলিশ কমিশনার জানান, পাকিস্তানের তানভীর শাহের সঙ্গে যুক্ত আরও পাঁচ অভিযুক্তের সন্ধান মিলেছে এবং তাদের গ্রেফতার করতে একাধিক স্থানে তল্লাশি চলছে। তদন্ত জারি রয়েছে।