জিরানিয়ায় রাজনৈতিক সন্ত্রাস, অভিযোগ সিপিআইএমের,বিক্ষোভ

আগরতলা, ১ জুলাই : দীর্ঘদিন ধরে জিরানীয়া মহকুমার বিভিন্ন স্থানে বিরোধীদের ওপর আক্রমন চালিয়ে যাচ্ছে দুর্বৃওরা। তাই আজ দুর্বৃত্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে পুলিশের ডিজি অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম জিরানীয়া মহকুমা। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিট্যু নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে, গণমুক্তি পরিষদের নেতৃত্ব রাধাচরণ দেববর্মা সহ অন্যান্যরা। তাঁদের দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের করা হোক।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিট্যু নেতৃত্ব প্রাক্তন মন্ত্রী মানিক দে বলেন, দীর্ঘদিন ধরে গোটা জিরানীয়া জুড়ে বিজেপির সন্ত্রাস চালিয়ে যাচ্ছে। বহু বাড়ি ঘর দোকানপাট ভাঙচুর করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত কাউকে আটক করে নি পুলিশ। এরই প্রতিবাদে পুলিশ সদর দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হয়েছে সিপিআইএম জিরানীয়া মহকুমা। তাঁদের দাবি, অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের করা হোক।