সেভিল, ৩০ জুন : কেন্দ্রীয় অর্থ ও কর্পোরেট বিষয়ক মন্ত্রী শ্রীমতী নির্মলা সীতারামন ৩০ জুন থেকে ৫ জুলাই, ২০২৫ পর্যন্ত স্পেন, পর্তুগাল এবং ব্রাজিল সফরে রয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক বিষয়ক বিভাগের প্রতিনিধিত্বকারী ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই সফরের মূল উদ্দেশ্য হলো আন্তর্জাতিক আর্থিক সহযোগিতা জোরদার করা এবং উন্নয়ন অর্থায়নের ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও সুদৃঢ় করা।
স্পেনের সেভিল শহরে, শ্রীমতী সীতারামন জাতিসংঘ আয়োজিত ৪র্থ আন্তর্জাতিক সম্মেলন অন ফাইন্যান্সিং ফর ডেভেলপমেন্ট -এ অংশ নেবেন এবং ভারতের পক্ষে বক্তব্য প্রদান করবেন। এ ছাড়াও তিনি ” এফএফডি৪ ফলাফল থেকে বাস্তবায়ন: টেকসই উন্নয়নের জন্য বেসরকারি মূলধনের সম্ভাবনা উন্মোচন” শীর্ষক আন্তর্জাতিক বিজনেস ফোরাম লিডারশিপ সামিটে মূল বক্তব্য রাখবেন। এই সম্মেলনের ফাঁকে তিনি জার্মানি, পেরু ও নিউজিল্যান্ডের ঊর্ধ্বতন মন্ত্রী এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন।
পর্তুগালের লিসবন শহরে তিনি দেশটির অর্থমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন এবং সেখানকার বিশিষ্ট বিনিয়োগকারী ও প্রবাসী ভারতীয়দের সঙ্গেও মতবিনিময় করবেন। সফরের শেষ পর্যায়ে তিনি ব্রাজিলের রিও দে জেনেইরোতে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের ১০ম বার্ষিক বৈঠকে ভারতের গভর্নর হিসেবে অংশগ্রহণ করবেন এবং বক্তব্য রাখবেন। সেই সঙ্গে তিনি ব্রিকস অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের প্রথম সম্মেলনেও উপস্থিত থাকবেন।
এছাড়াও, শ্রীমতী সীতারামন “বিল্ডিং এ প্রিমিয়ার মাল্টিলেটারাল ডেভেলপমেন্ট ব্যাংক ফর দ্য গ্লোবাল সাউথ” শীর্ষক এনডিবি ফ্ল্যাগশিপ গভার্নরস সেমিনারেও বক্তব্য রাখবেন। সফরের অংশ হিসেবে তিনি ব্রাজিল, চীন, ইন্দোনেশিয়া ও রাশিয়ার অর্থমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এই সফর আন্তর্জাতিক অর্থনৈতিক সম্পর্ককে আরও দৃঢ় করতে এবং দক্ষিণ গোলার্ধের দেশগুলির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
2025-06-30

