রেলওয়ের যাত্রী ভাড়া বাড়ছে, আজ থেকেই কার্যকর নতুন হার

নয়াদিল্লি, ৩০ জুন : ভাড়া বাড়ছে রেলের। যাত্রীবাহী ট্রেনের টিকিটের মূল্য পুনর্নির্ধারণ করল ভারতীয় রেল মন্ত্রক। আগামী ১ জুলাই থেকে নতুন এই ভাড়া কার্যকর হবে। যাত্রী পরিষেবা আরও সহজ করতে এবং রেলের আর্থিক স্থায়িত্ব বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন্ডিয়ান রেলওয়ে কনফারেন্স অ্যাসোসিয়েশন কর্তৃক আপডেট করা যাত্রী ভাড়ার তালিকার ভিত্তিতে এই পরিবর্তন আনা হয়েছে। এমনটাই জানিয়েছে রেল মন্ত্রক।

শহরতলির ট্রেনের একক ভ্রমণের ভাড়া বা সিজন টিকিটের মূল্যে কোনো পরিবর্তন আসেনি। তবে সাধারণ নন-এসি ক্লাস, মেইল/এক্সপ্রেস ট্রেন এবং এসি ক্লাসের ভাড়ায় কিলোমিটারে আধা পয়সা থেকে দুই পয়সা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ৫০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের ক্ষেত্রে সাধারণ দ্বিতীয় শ্রেণির টিকিটে কোনো ভাড়া বাড়ানো হয়নি, কিন্তু এর বেশি দূরত্বের জন্য ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত ভাড়া বৃদ্ধি পাবে।

রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস-এর মতো প্রিমিয়াম ও বিশেষ ট্রেনের ক্ষেত্রেও এই নতুন ভাড়া প্রযোজ্য হবে। রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ ও অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকবে এবং জিএসটি পূর্বের নিয়ম অনুসারেই প্রযোজ্য হবে। রেল মন্ত্রক সমস্ত জোনাল রেলওয়েকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে এবং স্টেশনগুলিতেও ভাড়ার তালিকা হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।