মসজিদের দান বাক্স থেকে ২৫ হাজার টাকা চুরি

আগরতলা, ৩০ জুন : কাঁকড়াবন জামে মসজিদের দান বাক্স থেকে ২৫ হাজার টাকা চুরি করে পালিয়েছে চোর। ওই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন মসজিদ কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রাজ্যের আনাচে কানাচে দিন দিন বেড়ে যাচ্ছে চুরির ঘটনা। রবিবার রাতে কাঁকড়াবন বাজার জামেদ মসজিদের দান বাক্স ভেঙে চুরি করে নিয়ে যায় চোরের দল। সকালে মসজিদের ইমান আবদুল হাসিব মসজিদে প্রবেশ করতেই দেখতে পায় দান বাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। এই দেখে ইমানের সন্দেহ হয়। মসজিদ কমিটির সকলকে খবর দিলে সবাই মসজিদে ছুটে গিয়েছে এবং এই ঘটনায় সবাই মনে কৌতূহ সৃষ্টি হয়।

ইমানের বক্তব্য অনুসারে মসজিদের সাথেই রয়েছে পুলিশ স্টেশন রয়েছে বাজার থাকা সত্ত্বেও কিভাবে চোরের দল চুরি করতে সক্ষম হয় মসজিদে দান বাক্সে প্রায় ২০ হাজার টাকার অধীন ছিল বলে ধারণা করা যাচ্ছে। গত দুই মাস আগে এই দান বক্সটি খোলা হয় দান বাক্স খোলায় প্রতি সময় ২০ হাজার এবং ২৫ হাজার টাকার অধিক থাকে বলে জানান ইমান সাহেব।