পালিতানা, ২৯ জুন: ‘স্বচ্ছতা সেনানি’-দের সঙ্গে নিয়ে পালিতানার রাস্তায় সাইকেল চালিয়ে ‘ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল’-এর বিশেষ সংস্করণে অংশ নিলেন কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. মনসুখ মাণ্ডব্য। গুজরাটের ভাভনগর জেলার পালিতানায় আয়োজিত এই সাইকেল র্যালির সঙ্গে সঙ্গতি রেখে রবিবার একযোগে দেশের ৬,০০০ স্থানে একই রকম কর্মসূচি পালিত হয়।
এই উদ্যোগে কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের কর্মী, স্থানীয় পৌর কর্মচারী, সাফাইকর্মী, রাজ্য ও জেলাস্তরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ২০২৪ সালের ডিসেম্বরে শুরু হওয়া এই সাইকেল অভিযানের এটি ছিল ২৯তম সংস্করণ। ইতিমধ্যেই এই আন্দোলনের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর রেডিও অনুষ্ঠান ‘মন কি বাত’-এ, যা এটিকে দেশের অন্যতম প্রধান স্বাস্থ্য ও সুস্থতা প্রচেষ্টার মর্যাদা দিয়েছে।
পালিতানার স্থানীয় সাইকেল ক্লাবগুলি এবং সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। নিজের শহর পালিতানায় বক্তব্য রাখতে গিয়ে ড. মাণ্ডব্য বলেন, “২০১৯ সালে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উদ্বোধন করা ফিট ইন্ডিয়া আন্দোলন আজ রবিবারের এই সাইকেল অভিযানের মাধ্যমে এক গণআন্দোলনে রূপ নিয়েছে। এটি আর কেবল একটি প্রচার নয়—এখন এটি এক সামাজিক সচেতনতার প্রতীক। আমাদের তরুণ প্রজন্মের মধ্যে সাইকেল চালনাকে একটি ট্রেন্ড করে তুলতেই হবে।”
তিনি বলেন, “স্বচ্ছতা সেনানিরা সামনে থেকে নেতৃত্ব দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে সুস্থতা ও পরিচ্ছন্নতা একে অপরের পরিপূরক। প্রত্যেক নাগরিক—বড় হোক বা ছোট—‘বিকসিত ভারত’-এর লক্ষ্যে নিজ নিজ অবদান রাখতে পারেন।”
শুধু বড় শহরই নয়, ছোট শহর ও মফস্বলেও সকালের হাওয়ায় সাইকেল চালিয়ে রাস্তায় নামেন হাজার হাজার মানুষ। দিল্লির কান্নট প্লেসে প্রায় ১,০০০ সাইকেল আরোহী এই কর্মসূচিতে অংশ নেন। রাহগিরি ফাউন্ডেশন ও নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিল (NDMC)-এর সহ-আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপ্ত ক্রীড়াবিদ ও প্রাক্তন কমনওয়েলথ স্বর্ণপদকজয়ী বাবিতা ফোগাট। তিনি বলেন, “এ ধরনের ইভেন্ট শুধু শারীরিক নয়, মানসিকভাবে আমাদের অনেক স্বস্তি দেয় এবং যুবসমাজকে সক্রিয় জীবনের দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”
কর্মসূচির পাশাপাশি অনুষ্ঠিত হয় জুম্বা, দড়ি লাফ, লোকনৃত্য, নাটক, যোগব্যায়াম এবং ওপেন মাইকের মতো নানা আকর্ষণীয় অনুষ্ঠান। দড়ি লাফের নেতৃত্ব দেন ড. শিখা গুপ্তা।
২০২৪ সালের ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রী ড. মাণ্ডব্যর হাত ধরে শুরু হওয়া এই ‘ফিট ইন্ডিয়া সানডে অন সাইকেল’ কর্মসূচি যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের উদ্যোগে, সাইক্লিং ফেডারেশন অব ইন্ডিয়া (CFI), মাই ভারত এবং যোগাসন ভারত-এর সহযোগিতায় দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। এখনও পর্যন্ত ১১,০০০-এর বেশি স্থানে অনুষ্ঠিত এই কার্যক্রমে অংশ নিয়েছেন ৪ লক্ষেরও বেশি মানুষ। দেশের ২,০০০-এর বেশি সাইকেল ক্লাব এই অভিযানের অংশ এবং প্রতি রবিবার সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। ‘খেলো ইন্ডিয়া’ কেন্দ্র, রাজ্য পর্যায়ের কেন্দ্র, SAI ট্রেনিং সেন্টার, অ্যাক্রেডিটেড অ্যাকাডেমি, আঞ্চলিক ও জাতীয় ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র—সব মিলিয়ে এক বিশাল নেটওয়ার্ক এই কর্মসূচিকে সাফল্যমণ্ডিত করছে।
ড. মাণ্ডব্যর কথায়, “এই উদ্যোগ শুধু শরীরচর্চা নয়, সচেতন নাগরিক গড়ার মাধ্যম। আমরা চাই পরবর্তী প্রজন্ম স্বাস্থ্যবান হোক, সচেতন হোক এবং দেশের উন্নয়নে সক্রিয় অংশগ্রহণ করুক।”

