নেশা বিরোধী অভিযানে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার উদ্ধার

আগরতলা, ২৮ জুন : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে এক বাড়িতে অভিযান চালিয়ে ১৬.৯ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। সাথে বাড়ির মালিককে আটক করা হয়েছে।

ওসি হিমাদ্র সরকার জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে মধ্য চারিপাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ সরকারের বাড়িতে প্রচুর পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ১৬.৯ গ্রাম ভর্তি শুকনো ব্রাউন সুগার উদ্ধার করে আমতলী থানার পুলিশ।

ওসি আরও জানান, উদ্ধারকৃত ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষাধিক টাকা। পুলিশ সুরজিৎকে আটক করেছে। তার বিরুদ্ধে একটি এনডিপিএস মামলা হাতে নেওয়া হয়েছে।