আগরতলা, ২৭ জুন : গোপন খবরের ভিত্তিতে অটোর মধ্যে তল্লাশি চালিয়ে এসকফ ও ব্রাউন সুগার সহ চারজনকে আটক করলেন এডি নগর থানার পুলিশ। তাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক বলে জানা গেছে।
ঘটনার বিবরণে এডিনগর থানার ওসি বিজয় দাস জানিয়েছেন, গোপন খবরের ভিত্তিতে আজ এডিনগর রাস্তায় গাড়ি তল্লাশি চালায় পুলিশ। তল্লাশির সময় টিআর০১-ই-৩৫৬৭ নাম্বারের একটি অটো গাড়ি কে আটক করে তাতে তল্লাশি চালালে তার ভেতর থেকে নেশা জাতীয় দ্রব্য উদ্ধার করা হয়। তার সঙ্গে ওই অটো গাড়ি থেকে চার যুবককে আটক করে পুলিশ। তাদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক। তাদের নাম হৃদয় মিয়া এবং আবুল হোসেন। এছাড়াও সুজিত বর্মন ও জয়ন্ত দাস নামে দুই যুবক ছিল গাড়িতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় ওই দুই বাংলাদেশি যুবক মধুপুর হরিহরদোলা সীমান্ত এলাকা দিয়ে প্রবেশ করেছিল। বহুদিন ধরে তারা এই নেশা জাতীয় সামগ্রী বাংলাদেশে পাচার করছিল বলে খবর। এদিনের অভিযানে ২৫ টি এসকফের বোতল এবং একটি সাবানের বাক্স ভর্তি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

