ঝুঁকিতে ঝুলন্ত সেতু, সোনামুড়ায় চরম অসন্তোষ প্রকাশ নাগরিকদের

আগরতলা, ২৬ জুন : দীর্ঘদিন ধরে সোনামুড়া গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু সংস্কারের অভাবে ধুঁকছে। অভিযোগ, সংস্কার করার নামে টাকা চলে যায় নেতাদের পকেটে। অবিলম্বে সংস্কারের উদ্যোগ গ্রহণ করা না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি স্থানীয়দের।

প্রসঙ্গত, বহু আন্দোলনের পর ২০১১ সালে তত্কালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে সোনামুড়া গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু উদ্বোধন হয়। নদীর দক্ষিণ অঞ্চলের কৃষক থেকে স্কুল পড়ুয়াদের জন্য এই ঝুলন্ত সেতু অনেক উপকার। প্রতিনিয়ত শত শত মানুষ চলাফেরা করে এই সেতু ধরে। বহু বার খবর প্রকাশ হয় এই বেহাল দশা নিয়ে। প্রতিনিয়ত ছোট বড় দুর্ঘটনা ঘটে। তার পর দীর্ঘ এক বছর কেটে গেলেও এখনো মরন ফাঁদ রয়েছে এই সেতুটি কিন্তু কোনো কারণ ছাড়াই সংস্কার নেই। দেখা নেই স্থানীয় বিধায়ক শ্যামল চক্রবর্তীরও। স্থানীয়রা হুঁশিয়ারি দিয়েছে শীর্ষ সংস্কার না হলে আন্দোলন নামবে তারা।