গুইঝৌ প্রদেশে প্রবল বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা, ৬ জনের মৃত্যু, ৮০ হাজারের বেশি মানুষকে সরানো হয়েছে

বেইজিং, ২৬ জুন : চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুইঝৌ প্রদেশে টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা জলের কারণে সৃষ্ট ভয়াবহ বন্যায় বৃহস্পতিবার অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

গুইঝৌর রংজিয়াং এবং কংজিয়াং কাউন্টিতে প্রবল বৃষ্টিপাত এবং উজান থেকে জল ঢুকে পড়ায় পরিস্থিতি গুরুতর হয়ে উঠেছে। এই দুই জেলাতেই এখন পর্যন্ত ৮০,০০০-এর বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

দুই কাউন্টিতে বন্যা নিয়ন্ত্রণের জন্য জরুরি সাড়া দেওয়ার ব্যবস্থা সর্বোচ্চ, অর্থাৎ লেভেল-১ পর্যায়ে উন্নীত করা হয়েছে। বিশেষ করে রংজিয়াং কাউন্টি, যা “চুন চাও” নামে একটি গ্রামীণ ফুটবল লিগের জন্য দেশজুড়ে পরিচিত, সেখানে সোমবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

প্রাদেশিক জরুরি বিভাগ বিপর্যস্ত এলাকায় ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এর মধ্যে রয়েছে ৩০,০০০ বোতল বিশুদ্ধ পানীয় জল এবং ১০,০০০ প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস, যেগুলো দ্রুতগামী ট্রেন ও সড়কপথে পৌঁছে দেওয়া হয়েছে।

এছাড়াও, গুইঝৌর সানডু কাউন্টিতে বৃষ্টিপাতজনিত ভূমিধসে একটি এক্সপ্রেসওয়ের সেতুর একাংশ ভেঙে পড়েছে। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি বলে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা জানিয়েছে।

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য সহানুভূতি জানিয়ে উদ্ধারকাজ ও ত্রাণসামগ্রী পাঠানোর কাজ জোরকদমে চালানো হচ্ছে বলে প্রশাসন জানিয়েছে।