ধারালো দা দিয়ে কুপিয়ে স্ত্রী ও সন্তানকে গুরুতর আহত করেন এক ব্যাক্তি

আগরতলা, ২৬ জুন : মদমত্ত অবস্থায় ধারালো দা দিয়ে স্ত্রী ও সন্তানকে কুপিয়ে গুরুতর আহত করেন এক ব্যাক্তি। ওই ঘটনায় তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকার বাসিন্দা প্রদীপ নমঃশুদ্র প্রায় সময়ই মদমত্ত অবস্থায় বাড়িতে গিয়ে তান্ডব চালায়। কিন্তু বুধবার রাতে তিনি মদমত্ত অবস্থায় এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে ঘরে থাকা ধারালো দা দিয়ে তাঁর স্ত্রী এবং সন্তান’কে আঘাত করেন। আঘাতের ফলে তাঁর স্ত্রীর ও সন্তান গুরুতর আহত হয়েছেন। স্ত্রী সবিতা নমঃশুদ্র এবং ছেলে অমিত নমঃশুদ্রের আত্মচিৎকারে অন্যান্যরা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জিবি হাসপাতালে স্থানান্তর করে দেয়।

অন্যদিকে, সংবাদ লেখা পর্যন্ত তেলিয়ামুড়া থানায় অভিযুক্ত প্রদীপ নমঃশুদ্রের বিরুদ্ধে কোনো প্রকারের অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর।
ওই ঘটনায় জেরে গোটা মাইগঙ্গা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।