বার্ধক্য জনিত রোগে ভুগছেন সুদীপ রায় বর্মণ : রাজীব

আগরতলা ২৫ জুন : বার্ধক্যজনিত রোগে ভুগছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। দীর্ঘদিন যাবৎ সিপিএমকে পেছন থেকে সাহায্য করে রাজনীতি করে গিয়েছেন তিনি। গতকাল আমবাসায় জনজাতিদের নিয়ে সুদীপ রায় বর্মণের বক্তব্য ঘিরে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি বলেন, বার্ধক্যজনিত রোগে ভুগছেন বিধায়ক সুদীপ রায় বর্মণের।
এর বহিঃপ্রকাশ আমবাসা টাউন হলে তাঁর মন্তব্যের মধ্যে দিয়ে ঘটেছে। তাই সুদীপ রায় বর্মণকে বিশ্রাম নেওয়া উচিত। তিনি আরো বলেন, দীর্ঘদিন যাবৎ সিপিআইএমকে পেছন থেকে সাহায্য মধ্য দিয়ে রাজনীতি করে গিয়েছেন সুদীপ রায় বর্মণ।