জলের দাবিতে রাস্তা অবরোধে সামিল প্রমীলা বাহিনী

আগরতলা, ২৫ জুন : দীর্ঘ তিন মাস ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলাতে জলের সংকট চলছে। জল সংকট দূরীকরণে বহুবার এলাকাবাসী গ্রাম পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের জানানো হলো কাজের কাজ কিছুই হচ্ছে না। যে গাড়ি দিয়ে জল দেওয়া হচ্ছে তা ব্যবহারের অযোগ্য বলে এলাকাবাসীর অভিযোগ। তাই আজ বাধ্য হয়ে খিলপাড়া আমতলী এলাকা রাস্তা অবরোধে বসেন প্রমীলা বাহিনী।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘ তিন মাস ধরে উদয়পুর খিলপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকার আমতলাতে জলের সংকট চলছে। এ নিয়ে বহুবার এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে দপ্তরের আধিকারিকদের জানিয়ে কাজের কাজ কিছু না হওয়ার ফলে অবশেষে বুধবার উদয়পুর খিলপাড়া আমতলী এলাকা রাস্তা অবরোধে বসে প্রমীলা বাহিনী।তাদের দাবি,নিয়মিত জল সরবরাহ করতে হবে।

এলাকাবাসীর অভিযোগ, তিন মাস ধরে জলের সংকট দেখা দেওয়ার ফলে পানীয় জল থেকে শুরু করে প্রতিদিনে রান্নার জল, স্নানের জল, শৌচালয়ের জল, কাপড় ধোয়ার জল না থাকার ফলে সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তখন নির্বাচিত প্রতিনিধিতে জল সরবরাহ করার জন্য উদ্যোগ নিতে দেখা যায়নি। অবশেষে নিয়মিত জল সরবরাহ করার প্রতিশ্রুতি দেওয়ার ফলে পথ অবরোধ তোলা হয়।