আগরতলা, ২৫ জুন : কৈলাসহর মহকুমার প্রতিটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রয়োজনীয় ইংরেজি শিক্ষক নিয়োগ সহ তিন দফা দাবিতে ঊনকোটি জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশনে মিলিত হয়েছে সিপিআই কৈলাশহর বিভাগীয় পরিষদ।
জেলা শিক্ষা আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান শেষ করে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দলের বিভাগীয় পরিষদের সম্পাদক সায়েদ আলী বাদশা বলেন, কৈলাশহর উত্তরাঞ্চলের অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত তারা তাদের সন্তানদের প্রতিবছর বিদ্যালয়ে ফি দিয়ে পড়ানো সম্ভব নয় যেহেতু শহর উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ছিল টিলা বাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়, এই বিদ্যালয় ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পরিণত হওয়ায় অসংখ্য ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য ওই এলাকায় বিকল্প কোন বিদ্যালয় পাচ্ছেন না। তাই বেশিরভাগ ছাত্রছাত্রীরা ড্রপ আউট হয়ে পড়াশোনায় ইতি টানছেন। এমতাবস্থায় তারা দাবি রেখেছেন উত্তরাঞ্চলের কম করে হলেও দুটি বিদ্যালয় কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে অথবা নতুন করে ওই এলাকায় একটি বাংলা মাধ্যম উচ্চ মাধ্যমিক বিদ্যালয় স্থাপন করতে হবে।
তাছাড়া লাঠিয়াপুরা ইন্দ্রনগর এসবি স্কুল কে মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করতে হবে। পাশাপাশি কৈলাশহর মহকুমার প্রতিটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে প্রয়োজনীয় ইংরেজি শিক্ষক নিয়োগের দাবিও রাখেন তারা। সিপিআই নেতৃত্বরা বলেন, জেলা শিক্ষা আধিকারিক তাদের দাবির প্রতি সহমত পোষণ করেছেন এবং প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন বলে তাদেরকে আশ্বস্ত করেছেন।
আজকের এই ডেপুটেশনে প্রতিনিধি দলে ছিলেন দলের বিভাগীয় পরিষদের সম্পাদক শায়েদ আলী বাদশা, হাসনা বেগম, এস এম আলী সহ মোট আটজন প্রতিনিধি। ডেপুটেশন শেষে তাদের প্রতিক্রিয়ায় কি বলেছেন শোনাবো আপনাদের।

