মাইগঙ্গা পঞ্চায়েতে রহস্যজনক তালা: প্রধানের পদত্যাগের জের?

তেলিয়ামুড়া, ২৩ জুন : আবারও খবরের শিরোনামে তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের অন্তর্গত মাইগঙ্গা গ্রাম পঞ্চায়েত। গত সপ্তাহের প্রধানের পদত্যাগের দাবিতে তালা ঝোলানো এবং সড়ক অবরোধের ঘটনার পর, সোমবার সকালে পঞ্চায়েত কার্যালয়ের মূল ফটকে দুটি তালা ঝুলিয়ে দেওয়ায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে, তা নিয়ে চলছে জোর জল্পনা।

পঞ্চায়েত কর্মীরা সকালে কার্যালয়ে এসে দেখেন, মূল গেটে তালা ঝুলছে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও কাউকে খুঁজে না পাওয়ায় পঞ্চায়েতের ইনচার্জ তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া আর.ডি. ব্লকের পঞ্চায়েত এক্সটেনশন অফিসার এবং তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনী। পরে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনও ঘটনাস্থলে আসেন।

মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেনের নির্দেশে গেটের তালাগুলো ভেঙে দেওয়া হয় এবং পুলিশের উপস্থিতিতেই পঞ্চায়েতের দৈনন্দিন কাজ শুরু হয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, “যাঁরাই পঞ্চায়েত কার্যালয়ে তালা ঝুলিয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ তদন্ত করে দেখছে কারা এই ঘটনার সঙ্গে জড়িত। কারণ, কোনো সরকারি অফিসে এভাবে তালা ঝুলিয়ে দেওয়া একটি অপরাধমূলক কাজ।”

এই ঘটনায় বেশ কিছু প্রশ্ন উঠে এসেছে। কে বা কারা চুপিসারে পঞ্চায়েত কার্যালয় তালাবদ্ধ করল? এর উদ্দেশ্যই বা কী? গত সপ্তাহে প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তার সঙ্গে এই ঘটনার কোনো যোগসূত্র আছে কিনা, তা নিয়েও এলাকায় গুঞ্জন চলছে। পুলিশি তদন্তের পরেই এই রহস্যের জট খুলবে বলে আশা করা হচ্ছে।