পাটনা, ২৩ জুন : মুজফ্ফরপুরের কুধনি এলাকায় ১১ বছরের ধর্ষিতার মৃত্যুর ঘটনায় রাজ্য স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতির প্রতিবাদে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে পাটনা। জন সুরাজ দলের নেতা-কর্মীরা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডের সরকারি বাসভবন ঘেরাও করেন এবং তাঁর অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন।
ঘটনাটি ঘটে ২৫ মে যখন নির্যাতিতা কিশোরীকে মুকেশ কুমার রাই নামে এক ব্যক্তি ধর্ষণ করে। আহত ও মানসিকভাবে বিপর্যস্ত ওই কিশোরীকে ভর্তি করতে নিয়ে যাওয়া হয়েছিল পটনার পাটনা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে(পিএমসিএইচ)। কিন্তু অভিযোগ, হাসপাতালে ভর্তির আগে চার ঘণ্টা পর্যন্ত অ্যাম্বুলেন্সে অপেক্ষা করানো হয়। অবশেষে ১ জুন মৃত্যু হয় নির্যাতিতার।
এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই তীব্র প্রতিক্রিয়া জানায় জন সুরাজ। সোমবার সকাল থেকেই দলীয় নেতা-কর্মীরা স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করেন। আগেভাগেই সেখানে মোতায়েন করা হয়েছিল বিপুল পরিমাণে পুলিশবাহিনী। বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ লাঠিচার্জ করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এই ঘটনায় জন সুরাজ দলের রাজ্য সভাপতি মনোজ ভারতী, সহ-সভাপতি লালনজি, প্রাক্তন বিধায়ক কিশোর কুমারসহ একাধিক নেতা-কর্মীকে আটক করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে।
মনোজ ভারতী বলেন, একটি নিরীহ শিশু শুধুমাত্র সময়মতো চিকিৎসা না পাওয়ায় মারা গেছে। এটা শুধু অবহেলা নয়, এটা গোটা স্বাস্থ্য ব্যবস্থার চরম ব্যর্থতা, যার দায় স্বাস্থ্যমন্ত্রী মঙ্গল পাণ্ডেকে নিতে হবে। জন সুরাজ নেতারা জানান, যতক্ষণ না মঙ্গল পাণ্ডে পদত্যাগ করছেন, ততক্ষণ তাঁদের আন্দোলন চলবে। দলটি রাজ্যের স্বাস্থ্য পরিষেবার করুণ অবস্থার জন্য সরকারকে দায়ী করেছে এবং বারবার ঘটে চলা এই ধরনের দুর্ঘটনার জন্য প্রশাসনিক জবাবদিহি দাবি করেছে।
প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জন সুরাজ বিগত কয়েক বছর ধরেই শিক্ষা, স্বাস্থ্য এবং আইন-শৃঙ্খলা ইস্যুতে বিহার সরকারের ব্যর্থতা নিয়ে সোচ্চার ভূমিকা গ্রহণ করেছে। তদন্ত ও রাজনৈতিক চাপের মধ্যে রাজ্য প্রশাসন কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর বিহারবাসীর।

