খালি বাড়ীতে চোরের হানা, শহরে পুলিশি টহল বাড়ানোর দাবি

আগরতলা, ২৩ জুন : সন্ধ্যারাতে খালি বাড়িতে ঘর ফাঁকা করে দিয়ে যায় চোর।সর্বস্ব লুট করে নিয়ে যায় চোরের দল। কান্নায় ভেঙ্গে পড়েন গৃহিণী। আগরতলা পূর্ব থানা এলাকার বনকুমারি হাসপাতাল পাড়া এলাকায় চোরের দল ঘর থেকে স্বর্ণালংকার, নগদ টাকা সহ বাড়ির জরুরী কাগজ পত্র নিয়ে যায়। খবর দেওয়া হয় আগরতলা পূর্ব থানায়। পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করে।

বাড়ির মালিক বিশ্বনাথ ঘোষ জানান তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকায় পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে। উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চোরের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়ে চলেছে।