হাতির উপদ্রবে অতিষ্ঠ জনতা, তেলিয়ামুড়ার কৃষ্ণপুরে সড়ক অবরোধ

তেলিয়ামুড়া, ২৩ জুন : হাতির ক্রমাগত আক্রমণে অতিষ্ঠ হয়ে সোমবার তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এলাকার জনগণ উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে। দীর্ঘ প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা ধরে চলা এই অবরোধের ফলে সাধারণ মানুষের চরম দুর্ভোগ পোহাতে হয়। তাদের অভিযোগ, বছরের পর বছর ধরে বন্য হাতির আক্রমণে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হলেও প্রশাসনের পক্ষ থেকে বারবার আশ্বাসের পরেও কোনো ক্ষতিপূরণ পাচ্ছে না তারা।
জানা গেছে, তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্য দাঁতাল হাতির উৎপাত একটি নিত্যনৈমিত্তিক ঘটনা। হাতির আক্রমণে বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং অসংখ্য পরিবার তাদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতিতে নিঃস্ব হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলি বারবার প্রশাসনের কাছে ক্ষতিপূরণ ও স্থায়ী সমাধানের দাবি জানিয়েছে, কিন্তু তাদের অভিযোগ, শুধুমাত্র আশ্বাস ছাড়া আর কিছুই মেলেনি।
সোমবার সকালে স্থানীয় জনতা ক্ষোভে ফেটে পড়ে এবং উত্তর মহারানীপুর সড়ক অবরোধ করে। অবরোধের খবর পেয়ে মহকুমা প্রশাসনের এক ডি.সি.এম এবং বনদপ্তর কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের দাবি, লিখিত আকারে ক্ষতিপূরণের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা অবরোধ তুলবে না।
এই ঘটনার ফলে রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়, যার ফলে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী গাড়ি আটকা পড়ে। সাধারণ মানুষজন তীব্র গরমে চরম ভোগান্তির শিকার হন। প্রশাসন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। এই সমস্যাটির দ্রুত ও স্থায়ী সমাধানের জন্য স্থানীয় প্রশাসন এবং বনদপ্তরের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি বলে মনে করছেন এলাকাবাসী।