যোগাসন শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম : সাংসদ বিপ্লব

আগরতলা, ২১ জুন : যোগাসন আমাদের শরীর ও মনকে সুস্থ রাখার এক অনবদ্য মাধ্যম। আজ নীরমহলে ১১ তম আন্তর্জাতিক যোগ দিবসে উদযাপিত অনুষ্ঠানে একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী রতন লাল নাথ সহ অন্যান্যরা।

এদিন তিনি বলেন, আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রচেষ্টায় গোটা দেশের সাথে সৌদি আরবেও যোগ দিবস পালন করা হয়ে থাকে। একমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কারণেই তা সম্ভব হয়েছে। যেখামে ধর্ম আলাদা থাকা সত্ত্বেও যোগ দিবস পালন করা হয়। তাছাড়া, মিজোরামে খ্রিস্টান ধর্মাম্বলীর লোক বসবাস করেন। তারপরও মিজোরামে সরকারি ও বেসরকারিভাবে যোগা দিবস পালন করা হয়। আসলে যোগাকে ধর্মের মধ্যে বেঁধে রাখা যায়না।

এদিন তিনি আরও বলেন, যোগাসন আমাদের মন ও স্বাস্থ্যকে সুস্থ রাখে। প্রত্যেকে মন ও স্বাস্থ্য সুস্থ রাখতে যোগাসন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।