বিশালগড়, ১৯ জুন: স্বামীর ক্রমাগত শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে পালিয়েছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে বিশালগড় পূর্ব লক্ষ্মীপুর এলাকায়। গৃহবধূ মনীষা দাস (২১) বর্তমানে তাঁর বাবার বাড়িতে ফিরে এসে সংবাদমাধ্যমের কাছে চাঞ্চল্যকর অভিযোগ তুলে ধরেছেন।
মনীষা দাস জানান, আজ থেকে চার বছর আগে সামাজিক রীতি মেনে বিশালগড় পূর্ব লক্ষ্মীবিলের বাসিন্দা সূর্যধন শুক্ল দাসের (৩৪) সঙ্গে শেখেরকোট পূর্বপাড়ার বাসিন্দা দিলীপ দাসের কন্যা মনীষা দাসের বিয়ে হয়। বিয়ের পর প্রথম এক বছর তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। তবে এরপর থেকে সন্তান না হওয়ার অজুহাতে স্বামী প্রতিনিয়ত মনীষার উপর মানসিক ও শারীরিক নির্যাতন শুরু করেন বলে অভিযোগ।
গৃহবধূর বাবা দিলীপ দাস জানান, এই ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকবার মীমাংসা সভাও অনুষ্ঠিত হয়েছিল। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। দিনের পর দিন নির্যাতন সহ্য করতে না পেরে এবং বাবার বাড়ির থেকেও কোনো সমর্থন না পেয়ে শেষমেশ স্বামী-সংসার ছেড়ে এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেন মনীষা।
মনীষার বাবা খোঁজাখুঁজি করে বান্ধবীর বাড়ি থেকে মেয়েকে বাড়িতে ফিরিয়ে আনলে, বর্তমানে মেয়ের শ্বশুরবাড়ির লোকজন তাঁদের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। মেয়ের বাবা সংবাদমাধ্যমের মাধ্যমে প্রশাসনের কাছে তাঁর মেয়ের উপর হওয়া নির্যাতনের সুষ্ঠু বিচার দাবি করেছেন।
2025-06-19

