শ্রীনগর, ১৭ জুন: অমরনাথ যাত্রা ২০২৫ উপলক্ষে জম্মু ও কাশ্মীর প্রশাসন মঙ্গলবার এক গুরুত্বপূর্ণ নিরাপত্তা পদক্ষেপ হিসেবে আগামী ১ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত যাত্রার সমস্ত রুটকে ‘নো ফ্লাই জোন’ (উড়ান নিষিদ্ধ এলাকা) হিসেবে ঘোষণা করেছে।
রাজ্যের স্বরাষ্ট্র দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে, লেফটেন্যান্ট গভর্নর (এল-জি) অমরনাথ যাত্রাকে কেন্দ্র করে আকাশপথে কঠোর নিরাপত্তা বজায় রাখার নির্দেশ দিয়েছেন। সেই অনুসারেই পহেলগাঁও ও বালতালের সমস্ত যাত্রাপথে উড়ান নিষিদ্ধ থাকবে।
নির্দেশিকায় বলা হয়েছে, “ অমরনাথ যাত্রা ২০২৫, যা ৩ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত নির্ধারিত, সেই সময়কালে যাত্রার নিরাপত্তা এবং শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকল সংশ্লিষ্ট পক্ষ নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করে অতিরিক্ত লজিস্টিক সহায়তার প্রস্তাব দিয়েছেন।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ অনুযায়ী, সম্পূর্ণ যাত্রাপথকে ‘নো ফ্লাই জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় সমস্ত ধরনের উড়ানযন্ত্র যেমন ড্রোন, ইউএভি, বেলুন ইত্যাদি উড়ানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তবে, এই নিষেধাজ্ঞা চিকিৎসা সংক্রান্ত জরুরি অবস্থা, দুর্যোগ ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বাহিনীর নজরদারি কর্মকাণ্ডের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। এই বিশেষ ক্ষেত্রগুলির জন্য শীঘ্রই একটি বিস্তারিত এসওপি (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর) জারি করা হবে বলে জানানো হয়েছে।
প্রশাসনের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, “অমরনাথ যাত্রার সুষ্ঠু ও নিরাপদ পরিচালনার জন্য সমস্ত ধরনের নিরাপত্তা ব্যবস্থা ইতিমধ্যেই গ্রহণ করা হয়েছে।”

