ভারত-ফ্রান্স যুগ্ম সামরিক মহড়া ‘শক্তি’-তে অংশ নিতে ফ্রান্স রওনা দিল ভারতীয় সেনা দল

নয়াদিল্লি, ১৭ জুন: অষ্টম দ্বিবার্ষিক ভারত-ফ্রান্স যুগ্ম সামরিক মহড়া ‘শক্তি’-তে অংশগ্রহণের জন্য আজ ভারতীয় সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দিল। এই মহড়া অনুষ্ঠিত হবে ১৮ জুন থেকে ১ জুলাই ২০২৫ পর্যন্ত, ফ্রান্সের লা কাভালরি অঞ্চলের ক্যাম্প লারজাক-এ।

ভারতীয় সেনা প্রতিনিধিদলে মোট ৯০ জন সেনা রয়েছেন, যার নেতৃত্বে থাকবে জম্মু ও কাশ্মীর রাইফেলস-এর একটি ব্যাটালিয়ন। এছাড়াও অন্যান্য শাখা ও পরিষেবার সদস্যরাও থাকবেন এই দলে। ফরাসি সেনার পক্ষ থেকেও ৯০ জন সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন, যাঁরা ১৩তম ফরেন লিজিয়ন হাফ ব্রিগেড থেকে আসছেন।

‘শক্তি’ মহড়া একটি দ্বিবার্ষিক প্রশিক্ষণ অনুশীলন, যার লক্ষ্য ভারতীয় ও ফরাসি সেনার মধ্যে পরিচালনাগত সমন্বয়, মিলিটারি-টু-মিলিটারি সংযোগ এবং সহযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি। এবারের মহড়ায় জাতিসংঘ সনদের অধ্যায় VII অনুযায়ী উপ-প্রথাগত পরিবেশে যৌথ অভিযান-এর ওপর গুরুত্ব দেওয়া হবে। প্রশিক্ষণ চলবে আধা-নগর অঞ্চলের ভূখণ্ডে।

মহড়ার সময় দুই দেশের সেনাবাহিনী নিজেদের কৌশলগত অনুশীলন, সর্বোত্তম প্রয়োগ কৌশল, নতুন প্রজন্মের সামরিক প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণ ও শারীরিক সহনশীলতা বৃদ্ধিতে কাজ করবে। পাশাপাশি, এই মহড়া দুই সেনাবাহিনীর মধ্যে মৈত্রী, পারস্পরিক শ্রদ্ধা ও সামরিক বন্ধুত্ব সুদৃঢ় করবে।

‘শক্তি-VIII’ মহড়া ভারতের সঙ্গে ফ্রান্সের ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার প্রতীক। এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই মজবুত করবে না, বরং ভবিষ্যতের যৌথ প্রতিরক্ষা উদ্যোগে পারস্পরিক প্রস্তুতি ও আস্থা আরও বাড়াবে।