খোয়াইতে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার, খুনের অভিযোগ ঘিরে চাঞ্চল্য

খোয়াই, ১৭ জুন : চার দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে মিলল খোঁজ, তবে নিথর দেহে। খোয়াইয়ের বৃন্দাবনঘাটস্থিত এসপিও ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে গত সোমবার সন্ধ্যায় ২৪ বছর বয়সী জ্যাকসন দেববর্মা নামে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, এটি নিছকই কোনো দুর্ঘটনা নয়, জ্যাকসনকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এই অভিযোগকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় খোয়াই থানার পুলিশ। রাত প্রায় সাড়ে ৯টা নাগাদ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত না হলেও, পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
মৃত জ্যাকসন দেববর্মার বাড়ি তুলাশিখর ব্লকের অন্তর্গত পশ্চিম রাজনগর এলাকায় বলে জানা গেছে। তাঁর এই আকস্মিক ও রহস্যজনক মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই জ্যাকসনের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনাকে কেন্দ্র করে খোয়াই এবং সংলগ্ন এলাকায় বর্তমানে এক ধরনের আতঙ্ক ও উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে। পুরো ঘটনার নেপথ্যে কি রহস্য লুকিয়ে আছে, তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে সকলে।