আগরতলা, ১৭ জুন : ত্রিপুরায় প্রতিনিয়ত যান দূর্ঘটনা বৃদ্ধি পাচ্ছেই যাচ্ছে। কোনোভাবে যান দূর্ঘটনা এড়ানো সম্ভব হচ্ছে না। এদিকে, যান দূর্ঘটনা এড়াতে ট্রাফিক দফতর থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হলেও কাজের কাজ কিছুই হচ্ছে। এরই মাঝে সাত সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন আগরতলা উদয়পুর সড়কে মারুতি গাড়ি ও ই-রিক্সার মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত দুইজন ব্যক্তি।
ঘটনার বিবরণে জানা গিয়েছে, সাত সকালে সিপাহীজলা নৌকাঘাট সংলগ্ন এলাকায় আগরতলা উদয়পুর সড়কে মারুতি গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে গুরুতর ভাবে আহত হয়েছে দুইজনব্যক্তি। বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে এলাকাবাসী। এদিকে, ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে মারুতি গাড়ির চালক। সাথে সাথে এলাকাবাসীরা খবর দিয়েছেন বিশালগড় দমকলবাহিনীকে। দমকলকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে অটো গাড়ির চালক তপন সরকার এবং অপর আহত যুবক কমল দেবনাথকে উদ্ধার বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছে।
প্রসঙ্গত, প্রতিনিয়ত সিপাহীজলার নৌকাঘাট থেকে শুরু করে চড়িলাম পরিমল চৌমুহনী পর্যন্ত ঘটে যাচ্ছে যান দুর্ঘটনা।

