প্রতিটি জেলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা প্রস্তুতির নির্দেশ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

নয়াদিল্লি, ১৬ জুন ২০২৫: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের রিলিফ কমিশনার এবং দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনীগুলির এক সম্মেলনে বলেন, আগামী ৯০ দিনের মধ্যে দেশের প্রতিটি জেলার জন্য একটি পৃথক ‘জেলা দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা’ প্রস্তুত করতে হবে।

নয়াদিল্লিতে আয়োজিত এই সম্মেলনে শ্রী শাহ বলেন, “দুর্যোগ মোকাবিলায় দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া নিশ্চিত করতে জেলার স্তরে একটি নির্দিষ্ট পরিকল্পনা থাকা অত্যন্ত জরুরি।” তিনি জানান, সরকার এখন ‘জিরো ক্যাজুয়ালটি অ্যাপ্রোচ’-এর মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে, যার লক্ষ্য দুর্যোগের সময় প্রাণহানি একেবারে শূন্যে নামিয়ে আনা।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, গত দশ বছরে ভারত দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে সক্ষমতা, দক্ষতা, গতি এবং নির্ভুলতায় উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের ফলে সারা বিশ্ব এখন দুর্যোগ নিয়ে উদ্বিগ্ন। এই প্রেক্ষাপটে ভারতের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ , জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী এবং দুর্যোগ সহনশীল অবকাঠামোর জন্য গঠিত বৈশ্বিক জোট উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

শ্রী শাহের মতে, এই তিনটি সংস্থার কার্যকর উদ্যোগের ফলে ভারত আজ দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে এক গ্লোবাল লিডার হয়ে ওঠার পথে দ্রুত অগ্রসর হচ্ছে। তিনি দুর্যোগ প্রতিক্রিয়া বাহিনী ও সংশ্লিষ্ট দফতরগুলিকে সমন্বয় রেখে কাজ করার আহ্বান জানান, যাতে দেশের প্রতিটি জেলা দুর্যোগ মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকে।