কুশীনগর, ১৪ জুন: ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এবং থ্রাস্ট টেক ইন্ডিয়া লিমিটেড-এর যৌথ উদ্যোগে উত্তর প্রদেশের কুশীনগর থেকে শনিবার সফলভাবে রকেট উৎক্ষেপণ করা হয়েছে। এই প্রথমবারের মতো উত্তর প্রদেশের মাটিতে রকেটের মাধ্যমে একটি স্যাটেলাইট পে-লোড উৎক্ষেপণ করা হল।
বিকেল ৫টা ১৪ মিনিট ৩৩ সেকেন্ডে ১৫ কেজি ওজনের এই রকেটটি উৎক্ষেপণ করা হয় এবং এটি ১.১ কিলোমিটার উচ্চতায় উঠে সফলভাবে নির্ধারিত পে-লোডটি নিক্ষেপ করে। পে-লোডটি নির্ভুলভাবে ৪০০ মিটারের মধ্যেই অবতরণ করে, যা এই পরীক্ষার পূর্ণ সফলতাকে নিশ্চিত করে।
এর আগে আহমেদাবাদে ইসরো-সমর্থিত পরীক্ষাগুলিতে ড্রোনের মাধ্যমে পে-লোড মোতায়েন করা হত। কিন্তু এই প্রথমবার সরাসরি রকেটের মাধ্যমে উৎক্ষেপণ হল, যা উত্তর প্রদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।
ইসরো এবং থ্রাস্ট টেক ইন্ডিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, এই সফল উৎক্ষেপণ আগামী অক্টোবর-নভেম্বর মাসে অনুষ্ঠিতব্য বৃহত্তর পরীক্ষার প্রস্তুতি। ওই সময় প্রায় ৯০০টি ছাত্র-ছাত্রী নির্মিত স্যাটেলাইট পে-লোড পরীক্ষা করা হবে বলে জানা গেছে।
থ্রাস্ট টেক ইন্ডিয়ার ডিরেক্টর বিনোদ কুমার জানিয়েছেন, “এই উদ্যোগের মাধ্যমে কেবল উত্তর প্রদেশ নয়, গোটা দেশের ছাত্র-ছাত্রীদের মধ্যে মহাকাশ প্রযুক্তি নিয়ে কৌতূহল ও আগ্রহ জাগিয়ে তোলা আমাদের মূল লক্ষ্য।”
এই সাফল্যের মাধ্যমে উত্তর প্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে এক নতুন দিগন্ত উন্মোচিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
2025-06-15
