কমলপুর নজরুল ভবনে মোদি সরকারের ১১ বছর পূর্তি উদযাপন, ‘বিকশিত ভারত সংকল্প সভা’ অনুষ্ঠিত

কমলপুর, ১৫ জুন : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এনডিএ সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে আজ কমলপুরের নজরুল ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। কমলপুর বিজেপি মন্ডল কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছিল ‘বিকশিত ভারত সংকল্প সভা’।সকাল সাড়ে এগারোটায় নজরুল ভবনে এই বিশেষ সভা শুরু হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় বিধায়ক মনোজকান্তি দেব, বিজেপি কমলপুর মন্ডল সভাপতি শম্পা দাস, যুব মোর্চার রাজ্য সহ-সভাপতি সুব্রত মজুমদার, বিজেপি কমলপুর মন্ডলের সহ-সভাপতি সমীরণ দেববর্মা এবং সচিরানী দেববর্মা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।সভায় বক্তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গত এগারো বছরের কার্যকালের বিভিন্ন সাফল্য ও দেশের হিতে সরকারের গৃহীত পদক্ষেপগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন। বিশেষ করে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উপর জোর দেওয়া হয়।প্রাক্তন মন্ত্রী মনোজকান্তি দেব তাঁর বক্তব্যে নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অগ্রগতি ও জনকল্যাণমূলক কাজের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। গত এগারো বছরে দেশের প্রতিটি ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।”