গ্যাংটক, ১৪ জুন: প্রায় পাঁচ বছরের বিরতির পর আগামী ২০ জুন থেকে আবার শুরু হচ্ছে পবিত্র কৈলাস মানসসরোবর যাত্রা। এই যাত্রার প্রথম তীর্থযাত্রী দলটি কাল (১৫ জুন) সিকিমের রাজধানী গ্যাংটক পৌঁছাবে। সিকিম সরকার তাদের স্বাগত জানানোর জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।
সিকিম রাজ্যের পর্যটন ও অসামরিক বিমান চলাচল দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব সি. এস. রাও আকাশবাণীর সঙ্গে এক সাক্ষাৎকারে জানান, সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং নাথু লা পাস থেকে যাত্রা শুভারম্ভ করবেন এবং তীর্থযাত্রীদের যাত্রার জন্য পতাকা ওড়াবেন।
প্রথম দলে ৩৫ জন তীর্থযাত্রী রয়েছেন, যাদের সঙ্গে কিছু সরকারি আধিকারিকও থাকবেন। তাঁরা গ্যাংটকে চার দিন অবস্থান করবেন এবং এই সময়ে ভারতীয় সেনাবাহিনী ও রাজ্য সরকারের সিনিয়র আধিকারিকরা তাঁদের প্রয়োজনীয় দিকনির্দেশনা ও প্রস্তুতির তথ্য প্রদান করবেন।
সি. এস. রাও আরও জানান, সমস্ত তীর্থযাত্রীদের প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং আবশ্যকীয় যন্ত্রপাতি সরবরাহ করা হবে। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা এই যাত্রাকে নির্বিঘ্ন এবং নিরাপদ করতে নিরলস পরিশ্রম করে চলেছে।
এবারের যাত্রায় মোট ১০টি দল নাথু লা পাস হয়ে কৈলাশ মানসসরোবরের উদ্দেশ্যে রওনা দেবে। প্রতিটি দলের যাত্রাপথ সম্পূর্ণ করতে ১১ থেকে ১২ দিন সময় লাগবে বলে অনুমান করা হয়েছে।
এই পুণ্যযাত্রা হিন্দু, বৌদ্ধ, জৈন এবং বোন ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বহু তীর্থযাত্রী বহুদিন ধরেই এর জন্য অপেক্ষায় ছিলেন।

