১৯ জুনে মহাকাশ যাত্রায় শভাংশু শুক্লা, জানালো ইসরো — অ্যাক্সিয়ম-৪ মিশনের সম্ভাব্য উৎক্ষেপণ তারিখ ঘোষণা

বেঙ্গালুরু, ১৪ জুন: ভারতের মহাকাশচারী শভাংশু শুক্লা আগামী ১৯ জুন আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (ISS) যাত্রা করতে চলেছেন অ্যাক্সিয়ম-৪ (Axiom-4) বাণিজ্যিক মহাকাশ মিশনের অংশ হিসেবে। শনিবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) এই ঘোষণা করেছে।

এই মিশনের আগে একাধিকবার উৎক্ষেপণ পিছিয়ে যায়। মূলত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের রুশ মডিউলে একটি লিকের কারণে প্রথমে অনির্দিষ্টকালের জন্য মিশন স্থগিত রাখা হয়। পরে, স্পেসএক্সের ফ্যালকন-৯ রকেটে তরল অক্সিজেন লিক ধরা পড়ায় উৎক্ষেপণ বারবার পিছিয়ে যায় — ২৯ মে থেকে ৮ জুন, ১০ জুন এবং ১১ জুনে পুনঃনির্ধারণ করা হলেও তা সফল হয়নি।

বর্তমানে, সব সমস্যা সমাধানের পরে ১৯ জুনকে সম্ভাব্য উৎক্ষেপণের তারিখ হিসেবে ঘোষণা করেছে ইসরো।

এই বাণিজ্যিক মহাকাশ মিশনের নেতৃত্বে থাকছেন প্রাক্তন নাসা মহাকাশচারী এবং অ্যাক্সিয়ম স্পেসের হিউম্যান স্পেসফ্লাইট ডিরেক্টর পেগি হুইটসন। ভারতের শভাংশু শুক্লা এই মিশনের পাইলট হিসেবে দায়িত্ব পালন করবেন।

এই মিশনের আরও দুই মিশন স্পেশালিস্ট হলেন ইউরোপীয় মহাকাশ সংস্থার (ESA) পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু।

মিশনটি সফল হলে শভাংশু শুক্লা হবেন ভারতের এক নতুন মহাকাশ ইতিহাসের অংশ — প্রথম বেসরকারি আন্তর্জাতিক বাণিজ্যিক মিশনে অংশগ্রহণকারী ভারতীয় মহাকাশচারী।