অনুপ্রবেশের দায়ে এক বাংলাদেশী নাগরিক আটক

আগরতলা, ১৩ জুন : রাজ্যে প্রতিনিয়ত অবৈধভাবে বাংলাদেশীরা প্রবেশ করে যাচ্ছে। এই সকল অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করতে কাজ করে যাচ্ছে পুলিশ। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে গোয়েন্দা দপ্তরের খবরের ভিত্তিতে শান্তিরবাজার মহকুমার কাঁঠালিয়া এলাকায় এক বাংলাদেশী নাগরিককে আটক করে পুলিশ।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গোপন খবরের ভিত্তিতে শান্তিরবাজার থানার পুলিশ গিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ কারীকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। শান্তিরবাজার থানার ওসি আশুতোষ শর্মা, সেকেন্ড অফিসার শুক্লমনি দের্বমা ও এস আই রতন দেবনাথের যৌথ অভিযানে অবৈধ অনুপ্রবেশকারীকে আটক করতে সক্ষম হয়।

এইবিষয়ে শান্তির বাজার থানার ওসি আশুতোষ শর্মা বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। পরবর্তী সময়ে সকলের অক্লান্ত প্রচেষ্টায় অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তিকে আটক করতে সক্ষম হয় শান্তির বাজার থানার পুলিশ। জানা যায় অবৈধ অনুপ্রবেশকারী ব্যক্তি বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দা মৃত অজিত মিয়ার ছেলে ইসমাইল মিয়া ( ৩০ ) । অভিযুক্তকে আটক করে পুলিশ জিঞ্জাসাবাদ চালাচ্ছে।