বাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

ভুবনেশ্বর, ১২ জুন : বৃহস্পতিবার সকালে ওড়িশার আঙ্গুল জেলার সাকাসিংগা এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, সকালে দুটি বাইকের সংঘর্ষে গুরুতর দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে আঙ্গুল জেলা সদর হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন। অপর একজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

এখনও পর্যন্ত মৃতদের পরিচয় নিশ্চিত করা যায়নি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।