আসন্ন ৩ ঘণ্টায় বজ্রঝড় ও দমকা হাওয়ার সম্ভাবনা, ওড়িশার ৭ জেলায় আইএমডি-র সতর্কতা

ভুবনেশ্বর, ১২ জুন: ভারতীয় আবহাওয়া অধিদপ্তর আজ সকালে একটি কমলা সতর্কতা জারি করেছে ওড়িশার সাতটি জেলার জন্য। এই জেলাগুলিতে আগামী তিন ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ-সহ বজ্রঝড় এবং ঘণ্টায় ৬০ কিমি পর্যন্ত বেগে দমকা হাওয়া বইতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

যে জেলাগুলির জন্য সতর্কতা জারি করা হয়েছে সেগুলি হল—গঞ্জাম, পুরী, খুরদা (সহ ভুবনেশ্বর), কটক (সহ কটক শহর), জগৎসিংহপুর, কেন্দ্রপাড়া ও নায়াগড়।

আজ সকাল ৭টা ৫০ মিনিটে আইএমডি সতর্কতা জারি করে জানিয়েছে, এই জেলাগুলিতে আবহাওয়ার দ্রুত অবনতি হতে পারে। তাই স্থানীয় বাসিন্দাদের প্রতি পরামর্শ দেওয়া হয়েছে যেন তাঁরা আবহাওয়ার উপর সতর্ক নজর রাখেন এবং প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য প্রস্তুত থাকেন।

আইএমডি -র পরামর্শ, খোলা জায়গায় থাকলে অবিলম্বে সরে যান, গাছপালা, বিদ্যুতের খুঁটি বা দুর্বল কাঠামোর কাছাকাছি অবস্থান থেকে বিরত থাকুন, প্রয়োজনে স্থানীয় প্রশাসনের সহায়তা নিন।