আগরতলা, ১২ জুন : শরিফুল ইসলামের হত্যাকান্ডে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিতে এনসিসি থানায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। পরবর্তী সময়ে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ।
প্রসঙ্গত, গত ৮ জুন থেকে নিখোঁজ ছিলেন স্মার্ট সিটি প্রকল্পে পেশায় বিদ্যুৎ কর্মী শরিফুল ইসলাম। তারপর জয়দ্বীপের বাড়িতে নবনিতা এবং অনিমেষের উপস্থিতিতে তাঁকে ডা: দিবাকর গলা টিপে খুন করেন। নতুন প্রেমিকের হাতে পুরনো প্রেমিকের খুনের দৃশ্য দাঁড়িয়ে উপভোগ করেছেন নবনিতা। শরিফুলের বন্ধু গণ্ডাছড়ার বাসিন্দা বর্তমানে আগরতলায় আত্মীয়ের বাড়িতে বসবাসরত পেশায় চিকিত্সক ডা: দিবাকর সাহা, তাঁর প্রেমিকা নবনিতা দাস, জয়দ্বীপ দাস এবং অনিমেষ যাদব মিলে তাঁকে খুন করেছে এবং দেহ লোপাটের উদ্দেশ্যে গণ্ডাছড়ায় একটি পানের দোকানের ফ্রিজে লুকিয়ে রেখেছে। ওই ঘটনায় পুলিশ ছয়জন অভিযুক্তকে গ্রেফতার করেছে।
এদিকে, আজ শরিফুল ইসলামের খুনীদের’ কঠোর শাস্তির দাবিতে এনসিসি থানায় বিক্ষোভ দেখিয়েছেন এলাকাবাসী। পরবর্তী সময়ে অভিযুক্তদের আদালতে সোপর্দ করে পুলিশ।

