আগরতলা, ১১ জুন : উত্তর জেলার রেগা কর্মীদের দুমাস ধরে বেতন হচ্ছে না। অবিলম্বে বেতন প্রদান করার দাবিতে উত্তর জেলার বিভিন্ন ব্লকের রেগা কর্মীরা ডেপুটেশন প্রদান করেন।উত্তর জেলাশাসকের কাছে ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও জেলাশাসকের অনুপস্থিতে তাদের ডেপুটেশন গ্রহণ করলেন অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস। এই ডেপুটেশনে উত্তর জেলা রেগা কর্মী সংগঠনের সম্পাদক প্রাণতোষ ভৌমিক ডেপুটেশনটি তুলে দেন অতিরিক্ত জেলা শাসকের হাতে।
এই রেগা কর্মচারী অর্থাৎ আত্মা সংগঠনের সম্পাদক বক্তব্য রাখতে গিয়ে বলেন, ২০০৭ সাল থেকে ত্রিপুরা রাজ্যের রেগা কর্মীরা কাজ করে যাচ্ছে। এত বছর যাবত মাসের বেতন মাসের মধ্যে পেয়ে থাকলেও বিগত দুমাস থেকে তাদের কোন বেতন প্রদান করা হচ্ছে না সরকারের পক্ষ থেকে। দীর্ঘদিন ধরে চাকরি করে আসলো চুক্তিবদ্ধ থেকে তাদেরকে নিয়মিত করা হচ্ছে না। বিশেষত সঠিক সময়ে বেতন না পেলে অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাতে হয় রেখা কর্মীদের। তার উপর দুই মাস যাবত বেতন না পাওয়ার কারণে বর্তমানে সংসার পরিচালনা ছেলে মেয়ে মা, মা-বাবাদের মুখে তুলে দেওয়া কোনভাবেই সম্ভব হচ্ছে না। এর দাবিতে উত্তর জেলার বিভিন্ন ব্লগ এর ভিডিও থেকে শুরু করে জেলাশাসক পর্যন্ত তাদের দাবি পৌঁছে দিয়েছেন তাদের বিশ্বাস তাদের দাবি পূরণে বিশেষত তাদের বেতন প্রদানে উত্তর জেলা প্রশাসন থেকে শুরু করে বিভিন্ন ব্লকের ভিডিওরা সরকারের দারস্ত হয়ে তাদের সমস্যা সমাধানের একটি নির্দিষ্ট সমাধান বের করবেন।
তারা আরো জানান, দুমাস ধরে বেতন না পেয়ে রেখা কর্মীরা পরিবার নিয়ে অসহায় হয়ে পড়েছেন। উত্তর জেলা শাসকের অতিরিক্ত জেলাশাসক বিপ্লব দাস তাদেরকে আশ্বাস দিয়েছেন কারের কাছে ওনাদের দাবি অতিসত্বর পৌঁছে দেবেন এবং তাদের সমস্যা সমাধানে তিনি সরকারকে অনুরোধ জানাবেন।
বক্তব্য রাখতে গিয়ে সম্পাদক বলেন বর্তমানে তারা জেলাভিত্তিক বিভিন্ন পদাধিকারের কাছে তাদের দাবি গুলি পূরণ করার জন্য অনুরোধ করছেন তাতেও যদি সরকার তাদের বেতন প্রদান না করে তাহলে আগামী দিনে রাজ্যভিত্তিক আত্মার সকল কর্মীরা গণ আন্দোলনে ডাক দেবেন। আজকের ডেপুটেশনে বহু রেগা কর্মীদের উপস্থিতি লক্ষ্যণীয় ছিল।

