অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি প্রদানে সমাজ কল্যাণ দপ্তরের চরম দূর্নীতি, প্রতিবাদে সরব এলাকাবাসী

আগরতলা, ১১ জুন :অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি প্রদানে সমাজ কল্যাণ দপ্তরের চরম দূর্নীতির অভিযোগ উঠেছে। চড়িলাম বিধানসভার চেছড়িমাই এলাকার চারজন আবেদনকারী থাকলেও বাইরে থেকে অঙ্গনওয়াড়ি চাকরি প্রদানে ক্ষুব্ধ এলাকাবাসী কেন্দ্রে তালা ঝুলিয়ে দিয়েছেন।

গ্রামবাসীদের অভিযোগ, চড়িলাম বিধানসভার চেছড়িমাই এলাকার তুলসীমুড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিগত প্রায় ২ বছর ধরে নেই কোন শিক্ষিকা। হেল্পার দিয়েই চালানো হচ্ছে সেন্টারটি। কিন্তু কিছুদিন আগে ওই কেন্দ্রে চারজন আবেদন জমা দিয়েছিলেন। সরকারি নিয়ম অনুযায়ী ওই এলাকার এক যোগ্য প্রার্থীকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরী দেওয়া হবে। কিন্তু দেখা গিয়েছে অন্য এলাকা আবেদনকারীকে চাকুরী প্রদান করা হয়েছে। এই পরিস্থিতিতে বাধ্য হয়ে আজ সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী।