অনুপ্রবেশকারী ৪ বাংলাদেশি সহ এক ভারতীয় টাউট গ্রেফতার

বক্সনগর, ১০ জুন : বক্সনগর আরডি ব্লকের অন্তর্গত বাগবের পঞ্চায়েতের আওতাধীন সীমান্তবর্তী গ্রামটি হল নজরপুরা। গ্রামটির এপার ওপার সীমান্তবর্তী তারঁকাটা বেড়া অবস্থিত। দুই নাম্বারি ব্যবসা বাণিজ্য এবং পাঁচার বাণিজ্যের কেন্দ্রস্থল। রাতের আধারে সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরা চালানকারী অবৈধ ব্যবসা-বাণিজ্য থেকে, অনুপ্রবেশকারী রোহিঙ্গা পাঁচার যতসব মালামাল এপার ওপার করিডোর।

একসময় স্বর্ণপাচারের কেন্দ্রস্থল ছিল নজরপুর সীমান্ত। সীমান্তে পাহারারত ৪৯ ব্যাটালিয়ন বিএসএফ জওয়ান। কড়া এবং কঠোর নজরদারির ফলে, ১৯১ গেট সংলগ্ন এলাকার তাঁরকাটা বেড়া ২০৬৮/৩ নং পিলার হয়ে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় রবিবার গভীররাতে কলমচৌড়া বিওপি ৪৯নং ব্যাটেলিয়ান বিএসএফ জোয়ান পাঁচজনকে আটক করে। তাদের মধ্যে চারজনের বাড়ি হল বাংলাদেশ। আরেকজনের বাড়ি হল উত্তর কলমচৌড়া জুমেরটিলা ভারতীয় টাউট, তার নাম ইউসুফ মিয়া, সে অবৈধ গাঁজা রিকু ফেন্সি, মানব পাচার সমস্ত অবৈধ কাজের সঙ্গে জড়িত রয়েছে। ধৃত চারজন বাংলাদেশীরা হল মাগুরা টাঙ্গাইল গাজীপুর বাংলাদেশের বিভিন্ন জেলার, অবৈধ অনুপ্রবেশকারীরা হলো এমডি রানা, এমডি কাউসার, এনামুল ইসলাম, উজ্জল হোসেন।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা ভারতের তামিলনাড়ু একটা কাপড়ের টেক্সটা মিলে কাজ করছে, অবৈধভাবে ইন্ডিয়ান কাগজপত্র বানিয়ে। ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিল, ঈদ শেষ করে কর্মস্থলে যোগ দেওয়ার পথে পারাবারের সময় বিএসএফের হাতে ধরা খায় তারা। ভারতীয় টাউট ইউসুফ মিয়াকে জনপ্রতি ৭৫০০ টাকার বিনিময়ে সীমান্ত পার করে দেবে, সীমান্তে রয়েছে দালাল চক্র। আগরতলা রেল স্টেশন হয়ে তামিলনাড়ুতে পৌঁছানোর দায়িত্ব পর্যন্ত দালাল চক্রের। সোমবার সকালে, কলমচৌড়া বিওপির ৪৯ ব্যাটেলিয়নের জওয়ানরা কলমচৌড়া থানার হাতে তুলে দেন।

কলমচৌড়া থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ২৪৯ সি/১৪৩ তিন, ৪৪/২৫ নং মামলা গ্রহণ করেছে। ৬১/১ সীমান্ত অনুপ্রবেশ অবৈধ পাচার মামলা। গতকাল সোনামুড়া কোর্টের সোপর্দ করা হয় পাঁচজনকে।সীমান্তবর্তী এলাকা দিয়ে অবৈধ অনুপ্রবেশকারী এবং বাংলাদেশিরা প্রবেশ করছে তাতে ভারতবর্ষের নিরাপত্তা সুরক্ষা প্রশ্নচিহ্নের মুখে। পুলিশী নজরদারি এবং সীমান্তবর্তী এলাকা দিয়ে বিএসএফের কঠোর বৃদ্ধি নজরদারি করতে হবে।