হায়দরাবাদ, ৮ জুন: তেলেঙ্গানা রাজ্যের মন্ত্রিসভায় আজ প্রথমবারের মতো সম্প্রসারণ ঘটলো, যা ঘটলো কংগ্রেস সরকার ক্ষমতায় আসার ১৮ মাস পর। আজ রবিবার রাজভবনে এক সাধারণ অনুষ্ঠানে রাজ্যপাল জিষ্ণু দেব বর্মন তিনজন নতুন মন্ত্রীকে শপথবাক্য পাঠ করান।
নতুন মন্ত্রীদের মধ্যে রয়েছেন জি. বিবেক ভেঙ্কটস্বামী, আদলুরি লক্ষ্মণ কুমার এবং ভাকিটি শ্রীহারি। এই তিনজনের মধ্যে বিবেক ইংরেজিতে শপথ গ্রহণ করেন, আর লক্ষ্মণ কুমার ও শ্রীহারি তেলুগু ভাষায় শপথ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী এ. রেভন্ত রেড্ডি, মন্ত্রিপরিষদের সদস্যরা, মুখ্যসচিব কে. রামকৃষ্ণ রাও, ডিজিপি জিতেন্দ্র, এমআইএম-এর নেতা আকবরউদ্দিন ওয়াইসি এবং কংগ্রেসের শীর্ষস্থানীয় নেতারা।
এই তিনজন নতুন সদস্য যুক্ত হওয়ার ফলে রাজ্যের মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ১৩-তে। তবে এখনো কয়েকটি পদ ফাঁকা রয়েছে। নতুন মন্ত্রীদের দপ্তর এখনো ঘোষণা করা হয়নি, এবং বিদ্যমান মন্ত্রীদের দপ্তরে রদবদলের সম্ভাবনাও তৈরি হয়েছে।
মন্ত্রিসভা সম্প্রসারণ অনেকদিন ধরেই প্রতীক্ষিত ছিল। মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি একাধিকবার কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা করে নতুন সদস্য অন্তর্ভুক্তির অনুমতি চেয়েছিলেন। সম্প্রসারণে সামাজিক ভারসাম্য রক্ষা করতে সচেষ্ট হয়েছে সরকার। শ্রীহারি পিছিয়ে পড়া শ্রেণি, বিবেক মলা সম্প্রদায় এবং লক্ষ্মণ কুমার মাদিগা (তফসিলি জাতিভুক্ত) সম্প্রদায়ের প্রতিনিধি।
কংগ্রেসের সিনিয়র নেতা কোমাটিরেড্ডি রাজগোপাল রেড্ডি ও প্রাক্তন মন্ত্রী সুধারশন রেড্ডি প্রকাশ্যেই মন্ত্রিত্বের দাবিতে দলের নেতৃত্বের কাছে লবিং করেছেন। দলের অভ্যন্তরে বিভিন্ন স্তরের সঙ্গে আলোচনা করেন এআইসিসির তেলেঙ্গানা দায়িত্বপ্রাপ্ত মীনাক্ষী নাটারাজন।
যদিও আরও অনেক নাম আলোচনায় উঠে এসেছিল, মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত সামাজিক ভারসাম্য রক্ষার ওপর গুরুত্ব দেন। বিশেষ করে শক্তিশালী রেড্ডি সম্প্রদায়ের প্রতিনিধিত্বের চ্যালেঞ্জের মধ্যেও মুখ্যমন্ত্রী বৈচিত্র্য বজায় রাখার চেষ্টা করেন।

