বিটিসি নির্বাচনে একাই ৪০টি আসনে লড়বে আসাম কংগ্রেস, জোটে আগ্রহ নেই দলটির

কোকরাঝাড়, ৮ জুন: আসন্ন বোড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল নির্বাচনে আসাম কংগ্রেস এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে কংগ্রেস দল মোট ৪০টি আসনে প্রার্থী দেবে বলে জানানো হয়েছে।

এই ঘোষণা দেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সম্পাদক ও আসামের দায়িত্বপ্রাপ্ত নেতা পৃথ্বীরাজ সাত্থে। তিনি কোকরাঝাড় জেলার শান্তিনগরে ৮ জুন সোশ্যাল মিডিয়া ও তথ্যপ্রযুক্তি বিভাগের উদ্যোগে আয়োজিত এক ওয়ার্কশপ ক্যাম্পে বক্তব্য রাখতে গিয়ে এই ঘোষণা দেন।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাত্থে বলেন, “বিটিআর-এর মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন, আর কংগ্রেসই সেই বিকল্প হিসেবে প্রস্তুত।” তিনি আরও বলেন, দলটি বোড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন (বিটিআর)-এর প্রতিটি জেলায় সংগঠনকে মজবুত করার কাজ করছে।

বর্তমান শাসক দল ইউনাইটেড পিপলস পার্টি লিবারেল ও বিজেপির জোট সরকারকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেন, “মানুষ এই সরকারের প্রতি ক্রমেই অসন্তুষ্ট হয়ে পড়ছে। উন্নয়ন ও স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠছে।”

ক্যাম্পটির মূল লক্ষ্য ছিল সোশ্যাল মিডিয়া ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে দলের প্রচার ক্ষমতা বৃদ্ধি করা। বিটিসির পাঁচটি জেলার ৪০টি আসনের প্রতিনিধিরা এই প্রশিক্ষণ শিবিরে অংশ নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির কার্যনির্বাহী সভাপতি ও বিধায়ক জাকির হুসেন সিকদার, বিধায়ক রাসলিন তির্কি, প্রদীপ সরকার, এছাড়াও ছিলেন আসামের জন্য এআইসিসি-র সোশ্যাল মিডিয়া ইনচার্জ শন্তনু রায় এবং রাতুল কলিতা।

কংগ্রেসের এই একক নির্বাচনী কৌশল বোড়োল্যান্ড অঞ্চলের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।