গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুরে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

আগরতলা, ৭ জুন: প্রশাসনের নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যে গবাদি পশু জবাইকে কেন্দ্র করে উদয়পুর মহকুমার গোমতি পাড়া এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, ঘটনার খবর সামনে আসতেই স্থানীয় বাসিন্দারা তীব্র প্রতিক্রিয়া জানাতে শুরু করেন। মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। ওই ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। পুলিশের তৎপরতায় সংঘর্ষ বা অপ্রীতিকর কোনও ঘটনা ঘটেনি, তবে এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। প্রশাসনের নির্দেশে গবাদি পশুর দেহ মাটির নিচে পুঁতে দেওয়া হয়।

ওই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা গেলেও প্রশাসন জানিয়েছে, কেউ আইন নিজের হাতে তুলে নিলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় এখনও টহল দিচ্ছে নিরাপত্তা বাহিনী, রাখা হয়েছে কড়া নজরদারি। সাধারণ মানুষকে শান্তি বজায় রাখার এবং গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে প্রশাসন। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও পুলিশ সূত্রে জানা গেছে।