নয়াদিল্লি, ৭ জুন — প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের কৃষকদের কল্যাণে সরকারের অঙ্গীকার পুনরায় দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। এনডিএ সরকারের ১১ বছর পূর্তির প্রেক্ষিতে তিনি বলেন, এই সময়ে দেশের পরিশ্রমী কৃষকদের সেবায় নিয়োজিত থাকা সরকারের জন্য গৌরবের বিষয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, গত একাদশ বছরে কৃষকদের সমৃদ্ধির লক্ষ্যে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ কৃষিক্ষেত্রে বড় পরিবর্তন এনেছে। তিনি বলেন, মাটি পরীক্ষার মানোন্নয়ন ও সেচ ব্যবস্থার উন্নয়নের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যা কৃষকদের জন্য অত্যন্ত লাভজনক হয়েছে।
শ্রী মোদী জানান, কৃষকদের স্বার্থে সরকার যেসব প্রকল্প হাতে নিয়েছে, সেগুলি ভবিষ্যতেও আরও জোরালোভাবে কার্যকর করা হবে। কৃষিক্ষেত্রের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলেও তিনি স্পষ্ট করে দেন।

