সিকিমের দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রাজ্যের দুই যুবকের সন্ধানে রাজ্যসরকার সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে, জানালেন মুখ্যমন্ত্রীর সচিব

আগরতলা, ২ জুন : সিকিমে দুর্ঘটনার কবলে পড়ে নিখোঁজ রাজ্যের দুই যুবকের খোঁজে রাজ্য সরকার সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। তাদের খুঁজে বের করতে রাজ্য সরকার চেষ্টা অব্যাহত রেখেছে। সিকিমের প্রশাসনও সার্বিক চেষ্টা করছেন। কিন্তু প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার কাজে বাঁধা সৃষ্টি হচ্ছে। আজ সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সচিব ড. পি.কে চক্রবর্তী।

তিনি বলেন, গত ২৯ মে, ২০২৫ উত্তর-সিকিম ভ্রমণকালে একটি পর্যটকবাহী গাড়ি গভীর খাদে দুর্ঘটনার কবলে পড়ে। উনকোটি জেলার কৈলাসহরের দুই যুবক দেবজ্যোতি দেব এবং স্বপ্ননীল দেব সহ মোট ১১জন পর্যটক এই গাড়িতে ছিল বলে জানা গেছে। রাজ্যের এই দুই যুবক এই দুর্ঘটনায় নিখোঁজ বলে মুখ্যমন্ত্রী সচিবালয়ের গোচরে এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

ঘটনার খবর পেয়েই সচিব ড. পি.কে চক্রবর্তী নিজে এই বিষয়ে দ্রুত সিকিম প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেন। সিকিমের মুখ্যমন্ত্রীর সচিব কে. এন. ভুটিয়ার সঙ্গে তিনি টেলিফোনে নিখোঁজ পর্যটকদের উদ্ধারের বিষয়ে খোঁজখবর নেন। ইতিমধ্যেই শ্রী ভুটিয়া আজ এক চিঠিমূলে জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া, প্রবল বৃষ্টিপাত এবং তিস্তা নদীর জলের তীব্র গতির কারণে গভীর খাদ থেকে পর্যটকবাহী গাড়িটি তুলে আনা এবং যাত্রীদের উদ্ধারের কাজ ব্যাহত হচ্ছে।

তবে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) জোর তৎপরতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সিকিম প্রশাসন থেকে জানা গেছে ওড়িশার দু’জন নাবালক যাত্রী কোনভাবে এক্ষেত্রে বেঁচে গেছে। দুর্ঘটনাগ্রস্থ গাড়ির ভাঙ্গা অংশ কিছু উদ্ধার হয়েছে। ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্থ এই গাড়িতে থাকা রাজ্যের দু’জন পর্যটকের মধ্যে একজনের পিতা সহ এক আত্মীয়ের সঙ্গে মুখ্যমন্ত্রীর সচিব ড. পি. কে. চক্রবর্তীর কথাবার্তা হয়েছে। নিখোঁজ দুজনের পরিবার পরিজনরাও সিকিমে ছুটে গেছেন। এদিকে ঊনকোটি জেলার জেলাশাসক তমাল মজুমদার এনডিআরএফ-এর দলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত রাজ্যের দুজনসহ মোট ৯ জন নিখোঁজ বলে জানা গেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত সিকিম রাজ্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে এদিন সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন ড. পি.কে চক্রবর্তী।