নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন:
রাজ্যের বন্যা পরিস্থিতির কারণে ২ জুন থেকে ৪ জুন পর্যন্ত নির্ধারিত ত্রিপুরা বিশ্ব বিদ্যালয়ের আওতায় সমস্ত ইউজি, বিটেক এবং ডিপ্লোমা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে।
এক নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্যে বন্যা পরিস্থিতির কারণে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ২ জুন থেকে পরবর্তী নির্দেশ না হওয়া পর্যন্ত ইউ জি/ বিটেক/ডিপ্লোমা পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। এই পরীক্ষাগুলোর পরবর্তী দিনক্ষণ চূড়ান্ত করে জানানো হবে।

