বিশালগড়ে রড চুরি করতে এসে গাড়ি ফেলে পালাল চোরের দল, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ!

বিশালগড়, ১ জুন : কমলাসাগর বিধানসভার অন্তর্গত সেকেরকোটে নির্মীয়মাণ আইওসি (IOC) প্রকল্প থেকে রড চুরি করতে এসে এলাকার যুবকদের তাড়া খেয়ে গাড়ি ফেলে পালাল একদল চোর। এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গত শনিবার গভীর রাতে প্রায় ১০-১২ জনের একটি চোরের দল টিআর ০৭ – ১৯৩৭ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি নিয়ে সেকেরকোটের আইওসির সংলগ্ন একটি রাবার বাগানের নির্জন স্থানে আসে। সেখানে তারা মদ পান করার পর রড চুরি করতে যায়।

চুরির বিষয়টি টের পেয়ে স্থানীয় যুবকরা দ্রুত চোরদের ঘিরে ফেলে। যুবকদের উপস্থিতি টের পেয়ে চোরের দল দ্রুত পালিয়ে গেলেও, একজন চোরকে প্রথমে আটক করা সম্ভব হয়। তবে সেও পরে যুবকদের হাত ফস্কে পালিয়ে যায়। কিন্তু চুরির কাজে ব্যবহৃত বোলেরো গাড়িটি রাবার বাগানের মাঝেই ফেলে রেখে যেতে বাধ্য হয় তারা।

রাতেই এলাকাবাসীর পক্ষ থেকে আমতলী থানায় খবর দেওয়া হয়। অভিযোগ, আমতলী থানার পুলিশ রাতে ঘটনাস্থলে আসেনি। রবিবার সকালে পুলিশ এলেও, চুরির কাজে ব্যবহৃত গাড়িটি তারা নিয়ে যায়নি।

রবিবার সকালে এলাকার এক জনপ্রতিনিধি সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরতে গিয়ে আমতলী থানার পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, সেকেরকোট আইওসি প্রকল্পের আশেপাশে মাদকের রমরমা ব্যবসা চলছে, কিন্তু পুলিশ এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর ফলস্বরূপ আইওসি সংলগ্ন এলাকায় দিন দিন চোরের উপদ্রব বাড়ছে।

এই ঘটনায় এলাকাবাসীর ধারণা, আইওসিতে প্রহরী থাকা সত্ত্বেও কীভাবে চোরেরা রড চুরি করতে আসে, তাতে নিশ্চয়ই আইওসির ভেতরের কারো মদত রয়েছে।

এই খবর লেখা পর্যন্ত বোলেরো গাড়িটি এখনও রাস্তায় পড়ে আছে এবং পুলিশের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।