ধর্মনগরের জুরি নদীতে অজ্ঞাত বৃদ্ধের অর্ধমৃত দেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

 ধর্মনগর, ১ জুন : উত্তর ত্রিপুরার ধর্মনগরের দক্ষিণ নয়াপাড়া এলাকার শচীন্দ্র সরণীতে সোমবার রাতে ঘটে গেল এক রহস্যজনক ও চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয়দের থেকে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা মতন পালের বাড়ির পেছনে অবস্থিত জুরি নদীতে এক অজ্ঞাত বৃদ্ধকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা।
ঘটনাটি নজরে আসতেই এলাকাবাসী তড়িঘড়ি খবর দেন ধর্মনগর দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং তৎপরতার সঙ্গে অনেক চেষ্টার পর ওই বৃদ্ধকে নদী থেকে উদ্ধার করেন। পরে তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃদ্ধের শরীরে গুরুতর কোনো আঘাতের চিহ্ন নেই। তবে কীভাবে তিনি নদীতে পড়লেন, স্বাভাবিকভাবে নাকি কোনো ধাক্কা বা দুর্ঘটনার কারণে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওই বৃদ্ধের নাম, পরিচয় বা বাড়ির ঠিকানা কিছুই জানা যায়নি। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং স্থানীয় বাসিন্দাদের কাছে আবেদন জানানো হয়েছে— কেউ যদি ওই ব্যক্তিকে চিনে থাকেন, তাহলে যেন অবিলম্বে থানায় যোগাযোগ করেন।
ঘটনার পর থেকেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি তুলেছেন এলাকাবাসী। পাশাপাশি, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের তরফে জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।