আগামীকাল জামাই ষষ্ঠী, বিকিকিনী ভালই

আগরতলা, ৩১ মে : বাঙালির বারো মাসে তেরো পার্বণ। আর এই তেরো পার্বণ এর মধ্যে অন্যতম একটি অনুষ্ঠান হল জামাইষষ্ঠী। প্রত্যেকটি বাঙালি বাড়িতেই একেবারে বাঙালিয়ানা মতেই দিনটির জমজমাট আয়োজন হয়ে থাকে। ষষ্ঠী পুজো থেকে শুরু করে একেবারে ভুরিভোজ – সবেতেই আয়োজন থাকে একেবারে জমজমাট। তাই বাজারেও তার প্রত্যক্ষ প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। রবিবার জামাই ষষ্ঠী। তাই, চাহিদার জোগান দিতে সময় মতো বাজারে হাজির হয়ে যায় প্রতিবারই প্রয়োজনীয় জিনিসগুলো। শনিবারও এর ব্যতিক্রম হল না।

শনিবার সকাল থেকেই রাজ্যের বাজারগুলিতে ষষ্ঠী পূজার বিভিন্ন সরঞ্জাম সহ পুজোতে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জামাই ষষ্ঠীতে ফুল, দূর্বা, বেলপাতা, করমচা,মোঠা,বানা,সহ নানান সামগ্রী নিয়ে চলে এসছে ব্যবসায়ীরা।
ব্যবসা-বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে জনৈক দোকানি জানান, মোটামুটি ভালই হচ্ছে এবারের বিকিকিনী।