সাহারানপুরে মসজিদ ভাঙা নিয়ে রাজনৈতিক বিতর্ক, কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বললেন—”নিয়ম অনুসরণ করা হয়নি”

সাহারানপুর, ৩১ মে : উত্তরপ্রদেশের সাহারানপুর প্রশাসনের পক্ষ থেকে শুক্রবার একটি মসজিদকে “অবৈধ নির্মাণ” বলে দাবি করে ভেঙে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে, অনুমোদিত মানচিত্র ছাড়াই মসজিদটি নির্মিত হচ্ছিল, এবং একাধিক নোটিশ দেওয়া সত্ত্বেও নির্মাণকাজ চালিয়ে যাওয়ায় তা ভেঙে ফেলা হয়েছে।

সাহারানপুরের এক সরকারি আধিকারিক সুবোধ কুমার বলেন, “এটি একটি অবৈধ নির্মাণ ছিল। অনুমোদন ছাড়াই গঠন করা হচ্ছিল। আমরা মানচিত্র অনুমোদনের জন্য নোটিশ দিয়েছিলাম, কিন্তু তা উপেক্ষা করে নির্মাণ চালিয়ে যাওয়ায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তবে এই ঘটনার পর রাজনৈতিক বিতর্ক তীব্র হয়ে উঠেছে। সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বলেছেন, প্রশাসনের এই পদক্ষেপে কোনও আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়নি।

তিনি প্রশ্ন তোলেন, “এই মসজিদ কীভাবে অবৈধ? লোকেরা তাদের নিজেদের জমিতে নির্মাণ করছিল। প্রশাসনকেও তারা আগেই জানিয়েছিল। একটি গ্রামের মধ্যে মানচিত্র অনুমোদনের প্রশ্নই বা কোথা থেকে এল?”

ইমরান মাসুদ আরও দাবি করেন, “এমনকি ১৫ দিনের নোটিশও দেওয়া হয়নি। নোটিশের উপর কোনও শুনানি হয়েছে কি? কোনও প্রক্রিয়া অনুসরণ করা হয়নি, সরাসরি গিয়ে মসজিদ ভেঙে দিল। আমরা প্রতিবাদ করতে যাইনি, কারণ প্রতিবাদ করলে আমাদের বুকে গুলি করা হতো। তাই আমরা এখন আইনি পথেই লড়াই করব।”

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে, যদিও প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে। প্রশাসনের তরফে সব অবৈধ নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করা হয়েছে।