তিস্তায় নিখোঁজ কৈলাসহরের যুবকের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৩১ মে: তিস্তায় নিখোঁজ কৈলাসহরের যুবক দেবজ্যোতি জয়দেবের বাড়িতে গেলেন বিরোধী দলনেতা তথা সিপিএমের পলিটব্যুরো সদস্য জিতেন্দ্র চৌধুরী। তিনি নিখোঁজ যুবকের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।

পরবর্তী সময়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জিতেন্দ্র চৌধুরী বলেন, তিস্তায় নিখোঁজ হয়েছেন ত্রিপুরার কৈলাসহরের দুই যুবক। সিকিমে ঘুরতে গিয়ে স্বপ্নীল দেব(২৬) ও দেবজ্যোতি জয় দেব(২৬) ভয়ংকর দুর্ঘটনার শিকার হয়েছেন। তাঁদের নিয়ে পর্যটক ভর্তি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট নীচে পড়েছে। তাতে, গাড়ির চালকের মৃত্যু হয়েছে। এছাড়াও আরও দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। কিন্তু ত্রিপুরার দুই যুবক সহ আটজনের খোঁজ পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজে নিয়োজিত কর্মীদের যথেষ্ট বেগ পেতে হচ্ছে। অতিসত্বর তাঁদের খোঁজ পাওয়া যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।