শহরের বুকে ভয়ঙ্কর ঘটনা, প্রাতঃভ্রমণে বেরিয়ে খুন মহিলা, গায়েব স্বর্ণালঙ্কার

আগরতলা, ৩১ মে : বাড়ির পাশের জঙ্গল থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়েছে এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই মহিলা প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন। তার স্বর্ণালঙ্কার গায়েব বলেও জানান পরিবারের লোকজন। ওই ঘটনায় নন্দননগর বর্ধন পাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

ঘটনার বিবরণে মৃতার পরিবারের সদস্য জানিয়েছেন, প্রত্যেক দিনের মতো আজ সকালেও প্রাতঃভ্রমণে বেরিয়ে ছিলেন মালতী রুদ্রপাল। তাঁর বাড়ি নন্দননগর বর্ধন পাড়ায়। সময় মতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। আচমকাই তাঁরা রাস্তার পাশের জঙ্গলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন ওই মহিলা। মৃতার স্বর্ণালঙ্কার গায়েব বলে জানান পরিবারের লোকজন। সাথে সাথে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ওই ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।